পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে আবু তালেব (৩৮) নামে এক দরিদ্র গরু ব্যবসায়ীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি ওই ব্যক্তির মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। বর্তমান পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি।
২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কামাতপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা জানান, পঞ্চগড় বাজারের প্রভাবশালী সাইকেল ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে আবু তালেবের জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। অন্যদিকে লুৎফরের কাছে দুই বছর আগে দুই শতক জমি ৫ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেয় আবু তালেব। এই দুই শতক জমিতে ঘর তুলে ব্যবহার করছিলেন। সম্প্রতি লুৎফরকে জমিটি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন।
গতকাল বুধবার সকালে আকস্মিক লুৎফর ৫০/৬০ লোক নিয়ে তিনি আবু তালেবের বাড়িতে প্রবেশ করে তার ওই দুই শতকের উপর তৈরি দুটি ঘর ভেঙে দেন এবং তাদের উপর হামলার চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। এরপর থেকেই নানাভাবে অসহায় পরিবারটিকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এমনকি তাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিচ্ছেন লুৎফর ও তার লোকজন।
এ বিষয়ে জানতে লুৎফর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available