শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া রাজনগর হাসেরকান্দি এলাকায় এক প্রবাসীর স্ত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ও তার মেয়েকে মারধর, ধর্ষণ চেষ্টা ও বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। ৭ মার্চ শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত জালাল দেওয়ান।
অভিযোগ সূত্রে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মাদবরের স্ত্রী হালিমা বেগম তিন মেয়ে ও দুই বছরের এক ছেলেকে সঙ্গে নিয়ে হাসেরকান্দি গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন। সুযোগ পেয়ে একই এলাকার নুরু দেওয়ানের ছেলে জালাল দেওয়ান (৪৫) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন হালিমা বেগমকে। বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানালে হালিমা বেগমকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে জালাল দেওয়ান ও তার পরিবারের লোকজন। শুক্রবার তারা প্রথমে অশ্লীল ভাষায় গালাগাল করে, ঘরে ঢুকে হালিমা বেগম ও তার মেয়েকে মারধর, শ্লীলতাহানি, ধর্ষণ চেষ্টা ও পরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় গৃহবধূ ও তার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ভোক্তভোগীদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা। গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আর মেয়ে এখনও চিকিৎসাধীন।
এ ব্যাপারে গৃহবধূ হালিমা বেগমের ভাই হুমায়ন বাদী হয়ে নুরু দেওয়ানের ছেলে জালাল দেওয়ানসহ ৪ জনের নাম উল্লেখ করে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নড়িয়া থানায় মামলা দায়ের করেন।
নড়িয়া থানার ওসি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available