• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২০:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২০:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরাইলি বিমান হামলায় ৭ জিম্মি নিহত হয়েছে: হামাস

২ মার্চ ২০২৪ সকাল ১০:৪৩:৩৭

ইসরাইলি বিমান হামলায় ৭ জিম্মি নিহত হয়েছে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় সাত জিম্মি নিহত হয়েছে বলে খবর দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই নিহতদের মধ্যে ৪ জন ইসরায়েলি এবং ৩ জন বিদেশি নাগরিক।

১ মার্চ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা উবাইদা। কিন্তু উপত্যকার কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা বলেননি তিনি।

সংগঠনের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ খবর জানিয়ে বলেছেন, তারা এর আগে একদল ইসরাইলি জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং তাদের ধারণা ছিল ইসরাইলি বিমান হামলায় হয়তো তাদের কেউ কেউ নিহত হয়েছেন।

তিনি বলেন, কিন্তু গত কয়েক সপ্তাহের ব্যাপক অনুসন্ধানের পর তারা নিশ্চিত হয়েছেন যে, ইহুদিবাদী শত্রুদের বিমান হামলায় সাত ইসরাইলি জিম্মি ও তাদের পাহারায় নিযুক্ত বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।

আবু ওবায়দা বলেন, গত ২৩ ডিসেম্বর তারা এক ভিডিওতে যে তিন বয়োবৃদ্ধ জীবিত জিম্মির বক্তব্য প্রকাশ করেছিলেন তারা ওই নিহত সাত জিম্মির মধ্যে রয়েছেন। ওই তিন নিহত জিম্মির নাম প্রকাশ করে তিনি বলেন, বাকি চারজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ামাত্র তাদের নামও প্রকাশ করা হবে। ওই তিন নিহত ব্যক্তির মধ্যে একজন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু বলে আবু ওবায়দা জানান।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত জিম্মির সংখ্যা ৭০ ছাড়িয়ে গিয়ে থাকতে পারে। তিনি বলেন, আমরা আমাদের হাতে আটক জিম্মিদের জীবন রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরাইল সরকার তাদের হত্যা করার মাধ্যমে জিম্মি বিনিময়ের আলোচনাকে শেষ করে দিতে চায়।

নেতানিয়াহু এমনকি তার বন্ধুকেও হত্যা করতে দ্বিধা করেনি বলে তিনি উল্লেখ করেন। হামাসের এই সামরিক মুখপাত্র বলেন, বন্দি বিনিময়ের সময় ইসরাইলি হামলায় নিহত প্রত্যেক জিম্মিকে জীবিত পণবন্দিদের সমান মূল্য দিয়ে ছাড়িয়ে নিতে হবে।

গাজা উপত্যকায় এ পর্যন্ত একাধিকবার জিম্মিদের ছাড়িয়ে নেয়ার অভিযান চালাতে গিয়ে তাদের মেরে ফেলেছে ইসরাইলি সেনারা। ইহুদিবাদী সেনারা তাৎক্ষণিকভাবে স্বীকার না করলেও তারা পরবর্তীতে তাদের এই ন্যাক্কারজনক কাজের দায় স্বীকার করেছে। সূত্র: পার্সটুডে, রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩