সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে দুই সন্তানের জননী স্ত্রী সাহিদা খাতুনকে শারীরিক নির্যাতন করায় স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হামিদ মোল্লা ওরফে আলা মিয়া।
২৫ ডিসেম্বর বুধবার উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার বোয়ালীদহ গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিগত ২০ বছর পূর্বে বোয়ালীদহ গ্রামের মৃত কাদের মণ্ডলের পুত্র মিজানুর রহমানের সাথে একই উপজেলার ঢোলভাংগা এলাকার মাজমপুর গ্রামের আব্দুল হামিদ মণ্ডলের কন্যা সাহিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী মিজানুর রহমান দুই লাখ টাকা যৌতুকের দাবি জানিয়ে স্ত্রী সাহিদাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনসহ প্রায়ই মারধর করত।
গত ১৯ ডিসেম্বর রাত ৯টায় সাহেদার নিকট স্বামী মিজানুর রহমান দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে মিজানুরসহ তার বাড়ির লোকজন সাহিদা খাতুনকে মারধর করেন। এ সময় সাহিদা খাতুনের ডাক চিৎকারে প্রতিবেশি লোকজন এসে উদ্ধার করেন।
পরবর্তীতে ২৩ ডিসেম্বর পুনরায় যৌতুকের জন্য দ্বিতীয় দফা মারপিটে গুরুতর আহত করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। এ ঘটনার পর প্রতিবেশীরা পুলিশের খবর দেন। ২৪ ডিসেম্বর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ব্যাপারে সাহিদার পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available