আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইসরাইল-হামাস ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবর হামাসের সর্বাত্মক মাহলার শুরুর পঞ্চম দিন ১১ অক্টোবর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের আকাশসীমায় ‘সন্দেহজনক অনুপ্রবেশের’ ঘটনা ঘটেছে। প্যারাগ্লাইডার ব্যবহার করে হিজবুল্লাহর অনেক সদস্য ইসরায়েলে ঢুকে পড়েছে।
এ দিকে ইসরাইল-হামাস যুদ্ধের পঞ্চম দিনে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার ৬০০ জনে পৌঁছেছে বলে জানা গেছে। এর মধ্যে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের হামলার শঙ্কা দেখা দেয়ায় সতর্কবার্তা জারি করেছে ইসরাইল সেনাবাহিনী। ইসরাইলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড উত্তরাঞ্চলীয় বেত শিন, সাফেদ এবং টাইবেরিয়াস শহরের বাসিন্দাদের লেবাননের সীমান্তের কাছে ‘বড় ধরনের হামলার’ আশঙ্কায় ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।
এছাড়া ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কিছু শহর ও গ্রামে রকেট সাইরেনও বেজে উঠছে। এর আগে, ইরান-সমর্থিত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার লেবানন-ইসরাইল সীমান্তে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরাইলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা ইহুদিবাদী (ইসরাইলি) অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে, জায়নবাদী হামলার দৃঢ় জবাব দিতে নিশানায় নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার সীমান্ত লাগোয়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ চৌকিতে এই হামলা চালানো হয়।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, বুধবার ইসরাইলি শহর আরব আল-আরামশের উত্তরের একটি অবস্থানে ট্যাঙ্ক-বিরোধী গোলা দিয়ে লক্ষ্যবস্তু করায় তারা লেবাননে হামলা চালিয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি ইসরাইলি বাহিনী।
দক্ষিণ লেবাননের শহর রামিশের বাসিন্দারা বলেছেন, ইসরাইলি গোলা সীমান্তের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে। আক্রান্ত লেবাননের শহরগুলোর বাসিন্দারা বলেছেন, সাম্প্রতিক সহিংসতা ২০০৬ সালের গ্রীষ্মের স্মৃতি ফিরিয়ে এনেছে। ওই সময় ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইল মাসব্যাপী নৃশংস যুদ্ধে লিপ্ত হয়েছিল। সূত্র: এএফপি, রয়টার্স।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available