• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে হিজাব নিয়ে কটুক্তিকারী শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে স্মারকলিপি

৪ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৫১:৪০

রাঙামাটিতে হিজাব নিয়ে কটুক্তিকারী শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে স্মারকলিপি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে মুসলিম শিক্ষার্থীদের ‘হিজাব পরতে হলে স্কুলে নয়, মাদ্রাসায় ভর্তি হওয়ার’ নির্দেশ দেয়া শিক্ষিকা দিপালী দেওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা। এ ঘটনায় দায়ী রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষিকা উগ্র সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন অভিযোগ করে তাকে স্কুল থেকে অপসারণ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

৩ সেপ্টেম্বর রোববার বিকেলে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনের সাথে সাক্ষাত করে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক রোকেয়া বেগম, জরিনা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ হাবিব আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনসহ অন্যান্য অভিভাবকগণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ স্মার্টগতিতে এগিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় সভ্য আধুনিক যুগে রাঙামাটি জেলা শহরের এক শিক্ষাকার ধর্ম বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক কর্মকাণ্ডে ক্ষুব্ধ ও ব্যথিত স্কুলটির শিক্ষার্থী এবং অভিভাবকরা।

তারা অভিযোগ করে বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সাম্প্রদায়িকতা এবং ধর্ম বিরোধী উস্কানি হিসেবে ‘হিজাব পরলে স্কুলে নয়, মাদ্রাসায় ভর্তি হও’ ছাত্রীদের এমন নির্দেশনা দেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্তার শিক্ষিকা দিপালী দেওয়ান। এমন নির্দেশনা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন দিপালী দেওয়ান।

অভিভাবকরা বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সকল ধরনের বৈষম্যের ঊর্ধ্বে উঠে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৭২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। অন্যথায় আমরা গণতান্ত্রিক উপায়ে ক্লাস বর্জন, মানববন্ধন, বিক্ষোভসহ তীব্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি পালন করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩