রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। কিন্তু তালাকনামা হাতে পাওয়ার পর থেকেই স্বামীর অব্যাহত হুমকিতে স্ত্রী এখন ঘরছাড়া। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের খীলমোগল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাকি আখতার এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালে হোছনাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘাগড়া খীলমোগল এলাকার আজগর আলীর ছেলে মো.জসিমের (৩৫) সাথে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফজলে করিমের মেয়ে সাকি আখতারের (২২) বিয়ে হয়। তাঁদের দেড় বছর বয়সি একটি পুত্র সন্তানও রয়েছে।
ভুক্তভোগী সাকি আখতার বলেন, বছরখানেক ধরে জসিম সংসারের তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। বাইরে থেকে নেশা করে এসে মারধর করত আমাকে। বিষয়টি স্থানীয় ও পারিবারিকভাবে সুরাহা করতে আমি ব্যর্থ হই। জানতে পারি তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এগুলো গোপন করে সে প্রতারণার মাধ্যমে আমাকে বিয়ে করেছে। পরবর্তীতে আমি নিজেথেকেই তাকে আইনিভাবে তালাক দেই এবং আমার পৈত্রিক বাড়িতে চলে আসি। কিন্তু চলে আসার পর থেকে জসিম আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে, আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে। আমি তার ভয়ে আমার বোনের শশুড় বাড়িতে আশ্রয় নিয়েছি। সেখানে আমার বোনের স্বামী আহমদ কবিরের মোবাইল ফোনেও জসিম বেশ কয়েকবার হুমকি দিয়েছে। তাই আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য নিতে অস্বীকৃতি জানান।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সৈয়দ বলেন, আমি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available