নীলফামারী প্রতিনিধি: মলদ্বারের ভিতরে ঢুকিয়ে রেখে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে র্যাব-১৩, নীলফামারী সিপিসি এর একটি দল নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৭০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচর গ্রামের মৃত সাজ্জাদ চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নীলফামারী জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে হেরোইন সরবরাহ করে আসছিলেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় সৈয়দপুর রেল স্টেশনের বিপরীত পাশে আক্তার হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. নজরুল ইসলাম (৭০) কে আটক করে র্যাব। এ সময় তার মলদ্বারের ভিতরে বিশেষভাবে রক্ষিত ৯৫ গ্রাম হেরোইন, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ১১শ’ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে তার দীর্ঘদিন সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি বহুদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান সংগ্রহ করে নীলফামারীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available