• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৯:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৯:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চেয়ারম্যান পদে হ্যাট্রিক করলেন মান্নান খান

২৩ মে ২০২৪ দুপুর ০২:৫৯:০৮

চেয়ারম্যান পদে হ্যাট্রিক করলেন মান্নান খান

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মান্নান খান।

২৩ মে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমারখালী অফিসার্স ক্লাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

এছাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমারখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের কৃষক মৃত অনির উদ্দিন খানের ছেলে মো. আব্দুল মান্নান খান। তার ভাই মরহুম আব্দুল আজিজ খান ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আর আব্দুল মান্নান খান ২০১৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন, নব্বইয়ের দশক থেকে সভাপতি হওয়ার আগ পর্যন্ত কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্রথমে ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়  এবং ২০২৪ সালে ৬০৯১০ ভোট পেয়ে হ্যাট্রিক চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও জানা গেছে, আব্দুল মান্নান খান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ২০১৬ সালে দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক ও ২০১৭ সালে পল্লী উন্নয়ন পদক লাভ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩