• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৪৮:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৪৮:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেরপুরে বিএনপির বিক্ষোভ ঠেকাতে প্রশাসনের ১৪৪ ধারা জারি

২৭ অক্টোবর ২০২৪ সকাল ১১:৪৬:১৪

শেরপুরে বিএনপির বিক্ষোভ ঠেকাতে প্রশাসনের ১৪৪ ধারা জারি

শেরপুর প্রতিনিধি: গত ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র হত্যা মামলার আসামীদের নিয়ে মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

১৪৪ ধারা জারির কারণে আজ ২৭ অক্টোবর রোববারের বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভা পরিষদের সভাকক্ষ মেঘমালায় অনুষ্ঠিত হয়। ওই সভায় শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার আসামী ৪ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিষয়টি পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ জানতে পেরে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন।

এমতাবস্থায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন রোববার শহরে দিনব্যাপী ১৪৪ ধারা জারি করে। বর্তমানে শহরে সেনা টহল রয়েছে। ১৪৪ ধারা জারির পর বিএনপি নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছে।

জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন জানান, সমন্বয় সভায় কী করে হত্যা মামলার আসামীরা উপস্থিত থাকেন? কেন এখন পর্যন্ত ওইসব চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়নি। এসব দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। ১৪৪ ধারা জারি করায় তা বাতিল করা হয়েছে।

এ সময় তিনি পুলিশের প্রতি অভিযোগ করে বলেন, হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারপরও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আদৌ মামলার আসামী কি না বিষয়টি আমার জানা ছিল না। তদুপরি তাদের গ্রেফতারের এখতিয়ার পুলিশের। তারা যদি মামলার আসামী হয়ে থাকেন তবে মামলার কপি প্রাপ্তি সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩