সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, একটি স্বাধীন পতাকা দিয়েছেন। তিনি সবসময়ই পরাধীন জাতির স্বাধীনতার কথা ভেবেছেন। সেকারণেই তিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন কারাগারে। এ মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম, এমপি।
জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ আগস্ট বুধবার ছাত্রলীগেরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী গভীর শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর শিক্ষানীতি সর্ম্পকে আলোচনার পাশাপাশি আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তশালী করবার জন্য যেকোন প্রকার অপশক্তির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কলেজ অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান এবং বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সোহেল রানা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খাঁন শুভ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকে যে মেধা ভিত্তিক ছাত্র রাজনীতি এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন পাচ্ছি এটি কিন্তু রাতারাতি হয়নি। এজন্য ছাত্রলীগের নেতৃবৃন্দকে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে তিনি বই, খাতা, কলম পৌঁছে দেওয়ার মাধ্যমে ছাত্র আন্দোলনের সূচনা করেছিলেন।
অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবির বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সমগ্র বাংলাদেশে একটি স্লোগানই বেজে উঠেছিল, তা হলো এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। সমস্ত বাঙালি তরুণ সেদিন গর্জে উঠেছিল মুজিব হত্যার বদলা নেওয়ার জন্য। সেদিন শেখ মুজিবকে স্বপরিবারে হত্যার পর দেশ আবারও সেই পাকিস্তানি ধারায় চলতে শুরু করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available