হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোকের মাসের কর্মসূচির অংশ হিসাবে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। ২৫ আগস্ট শুক্রবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই শোক সভায় নেতাকর্মীদের ঢল নামে।
শুক্রবার বিকেলে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত হন পৌরসভা প্রাঙ্গণে। বিভিন্ন উপজেলা থেকে আসেন অনেকেই। বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি মোশাররফ হোসেন আরিফ বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশাল শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় প্রধান অথিতির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, জাতির পিতাকে খুনীরা হত্যা করলেও তার চেতনাকে ধ্বংস করা যায়নি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। বিশেষ করে, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের ধ্বংসাত্বক কাজ না করতে পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির পিতার শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে হবে। জনগণের মাঝে এই সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available