সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর বটতলা বাজারে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে ফিস ওয়ার্ল্ড নামের একটি খাবারের দোকানের কিচেন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির মালিকের।
২৯ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফিস ওয়ার্ল্ডের মালিক জাহিদুর রহমান বলেন, ‘প্রতিদিনের মতো রাত ১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় অবস্থিত কিচেনে আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ী ওমর ফারুক মুঠোফোনে বিষয়টি আমাকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি, কিচেনের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন প্রতিহিংসাবশত আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে।’
খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available