• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৯:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৯:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৬ জন দগ্ধ

২৬ অক্টোবর ২০২৪ সকাল ১০:২৭:১১

গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

২৫ অক্টোবর শুক্রবার দিনগত রাতে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার এক বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. বাবুল হোসেন (৪৭), শেলি আক্তার (৩৬), মুন্নি আক্তার (২০), মো. জুয়েল (২২), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা আক্তার (১৩)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা যুবক মো. জুয়েল রানা বলেন, দগ্ধরা সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে বাসায় মশার কয়েল ধরানোর জন্য আগুন জ্বালালে সঙ্গে সঙ্গে রুমে আগুন ধরে যায়। এতে একই পরিবারে এই ছয় সদস্য দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। গ্যাসলাইন লিকেজ থেকে রুমে আগুন লেগে তারা দগ্ধ হন বলে জেনেছি। দগ্ধ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শরীরে ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩