নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মালু মিয়ার বাড়ি থেকে পুলিশের উপস্থিতিতেই সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে মো. রিফাত মিয়াকে (১৯) অপহরণ করেছিল একদল দুর্বৃত্ত। তারা পুলিশের সামনে নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে রিফাতকে তুলে নিয়ে যায় এবং পরদিন পরিবারের কাছ থেকে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. রিফাত মিয়াকে উদ্ধার করে। এ সময় একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৭ এপ্রিল সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হাইএক্স গাড়িতে করে আসা ১০-১২ জনের একটি দল প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করে। তালা না ভাঙতে পেরে একজন দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গেট খুলে দিলে বাকিরাও প্রবেশ করে বাড়ির আঙিনায় ছড়িয়ে পড়ে।
ঘটনার আঁচ পেয়ে শহিদুল ইসলাম মালু দ্রুত নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে ফোন করে বিষয়টি জানান। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা দুর্বৃত্তদের কার্যক্রম প্রতিহত করতে ব্যর্থ হয়। পুলিশের সামনেই দুর্বৃত্তরা বাড়িতে তল্লাশি চালায় এবং একপর্যায়ে রিফাত মিয়াকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।
নবীনগর থানার এসআই মন্নাফ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা তাকে ডিজিএফআই কর্নেল পরিচয় দিয়েছে এবং বলেছে তার বিরুদ্ধে অভিযোগ আছে। এ কথা শুনে পুলিশ তাদেরকে নিরাপদে যেতে সহযোগিতা করে।
এইদিনই রাত ৩টার দিকে শহিদুল ইসলামের ফোনে অপহরণকারীরা কল করে প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন ৮ এপ্রিল সকালে রিফাতের মায়ের ফোনে আবার কল দিয়ে মুক্তিপণের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা দাবি করে। এ সময়ও অপহরণকারীরা নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দেয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মো. কামাল মিয়া, আবু কালাম আজাদ, কামাল খন্দকারসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে আর কারা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে । তদন্ত চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available