• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

২৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১১:৪৮

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

মো. ইমরান হোসেন আপন, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী এবং এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে আতঙ্কে আছেন নদীর পাড়ে বসবাসকারী লোকজন। স্থানীয়রা একটি বাল্কহেড আটক করে পুলিশে দিলেও বালু উত্তোলন থামছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারীদের দন্ড দেয়া হচ্ছে

অভিযোগ আছে এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলু ব্যাপারী, সদস্য জয়নাল সরকার, খুকনি ইউনিয়নের ওয়ার্ড সদস্য হালিম সরকার, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনার সুপারভাইজার হাসমত আলী, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি খায়ের হোসেনসহ প্রভাবশালী একটিচ চক্র দীর্ঘ দিন ধরে যমুনা নদীর বিভিন্ন স্পট থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন।

ক্ষমতাসীন দলের এবং প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারছে না। আর এই সুযোগে এ চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন করে চরা দামে বিক্রি করছে। হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ, সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আছে অর্থের বিনিময়ে এদের বালু উত্তোলনের ব্যবস্থা করে দেয়ার।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় জনতা ২ টি অবৈধ বাল্কহেড আটক করে পুলিশে দিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলু ব্যাপারী বলেন, অবৈধভাবে বালু উত্তলনের সাথে আমরা কেউ জড়িত নই। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি খায়ের হোসেন জানান- বর্ষায় টুকরি দিয়ে কিছুদিন ব্যবসা করেছি। কয়েকদিন রাস্তা ও মসজিদের কাজে মাটি দিয়েছি। এখন অন্যরা করে আমি কিছুই জানি না।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক আহমেদ জানান, বালু উত্তোলনকারীদের আমি চিনি না, খোজ নিয়ে এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন- চৌহালীতে সরকারী কোন বালু মহাল নেই। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩