• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২২:২৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২২:২৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রি

২৬ জুলাই ২০২৪ সকাল ০৭:৫০:২৫

মানিকগঞ্জে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি বন্ধে মাঠে নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। ২৫ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে কাটিগ্রাম এলাকায় পুকুর সংস্কারের আবেদন দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে বিক্রি করে আসছিল প্রভাবশালী একটি মহল। অভিযানকালে ঐ স্থানে জহিরুল আলমের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা মাটি খননযন্ত্র এক্সকেভেটর (ভেকু) রেখেই পালিয়ে যায়। এসময় কাউকে না পাওয়ায় একটি এক্সকেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয় এবং পরবর্তীতে এ ধরনের অবৈধ কাজ করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, সদর উপজেলায় অনেক জমির মালিক সরকারি অনুমতি না নিয়েই তাদের ইচ্ছেমতো রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রিতে লিপ্ত রয়েছেন। প্রশাসনের অনুমতি না নিয়ে কেউ পুকুর সংস্কার করতে পারবে না।

আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ