• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধ অস্ত্র উদ্ধারে সাবেক এমপি আফজালের বাড়িতে সেনাবাহিনীর অভিযান

৩ অক্টোবর ২০২৪ দুপুর ১২:০৬:৫৭

অবৈধ অস্ত্র উদ্ধারে সাবেক এমপি আফজালের বাড়িতে সেনাবাহিনীর অভিযান

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান কার্যক্রম চলছে। থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ অক্টোবর বুধবার সারাদিন অভিযুক্ত বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক পৌর মেয়র ও সংসদ সদস্যের আপন ছোট ভাই আনোয়ার হোসেন আশরাফ, চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেল, বাবুল মিয়া ও যমরুদ খার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে এবং অবৈধ অস্ত্র পরিচালনার বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রমাণাদির ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

জানা যায়, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের এক নলা বন্দুক (অস্ত্র নং ১০৪)  ও পিস্তল (অস্ত্র নং৩৮৬২৭৫) সরকারি নির্দেশনা মোতাবেক জমা প্রদান না করায় তার দুইটি অবৈধ অস্ত্র বাসস্থানে রয়েছে কিনা তা সেনাবাহিনী তল্লাশি চালিয়ে নিশ্চিত করে। তল্লাশি চালিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি, তারা পলাতক রয়েছে। এমনকি তাদের বাড়িতে কোনো অস্ত্রও পাওয়া যায়নি।

সাবেক সংসদ সদস্য আফজাল ও তার ভাই আশরাফ ঢাকাতেই অবস্থান করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গ্রামের বাড়িতে থাকা তার বোনের সাথে রয়েছে নিয়মিত যোগাযোগ। তবে তিনি তাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানাননি সেনাবাহিনীকে। তাদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ প্রতিবেদককে জানান।

দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া আফজালের বাড়িতে অভিযান পরিচালনার সময় পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি লক্ষ করা যায়। এসময় সেনা ও পুলিশ সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করতে দেখা যায়।

বাজিতপুর সেনা ক্যাম্প সন্ত্রাস ও অবৈধ অস্ত্র দমনে ক্রমান্বয়ে সঠিক তথ্য ও প্রমাণাদির ভিত্তিতে একেক করে সমগ্র বাজিতপুরে সেনা অভিযান পরিচালনা করা হবে বলেও নিশ্চিত করেন দায়িত্বপ্রাপ্ত মেজর সাজ্জাতুল আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩