• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৭:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৭:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ১১:২০:৪৫

বরিশালে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২টি ইট ভাটা থেকে ৭০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।

২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদফতরের নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমী। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক এএইচএম রাশেদ।

তিনি জানান, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করা হয়েছে । নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপ-পরিচালক এএইচএম রাশেদ আরও জানান, আউলিয়াপুর গ্রামে ফিক্সড চিমনির এমআরবি নামের অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের অবৈধ যমুনা ব্রিকস এস্ককাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই উপজেলায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান করে অবৈধ এ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। ইট ভাটার মালিকসহ সকলে পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে সকলে ইট ভাটার কাঁচা ইটও ধ্বংস করা হয়েছে।

এ অভিযানে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বরিশাল ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩