চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটার মালিককে সর্বমোট ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাইসেন্সবিহীনভাবে দির্ঘদিন ধরে চলছিলো ভাটাগুলো।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার।
ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদরের গহেরপুর মাঠের সুপার ব্রিকসের মালিক আফতাব হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা, একই গ্রামের জেবিএম ব্রিকসের মালিক মুকুল হোসেনকে ২ লাখ ২০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকার এমএসবি ব্রিকসের মালিক আনিছ খনিকে ১ লাখ ৯০ হাজার টাকা, একই উপজেলার ঘোষবিলা গ্রামের ভিভিবি ব্রিকসের মালিক ছাবদুল হোসেনকে ১ লাখ ৯০ হাজার টাকা ও জামজামি ইউনিয়নের যমুনা ঘাট এলাকার জে বস ব্রিকসের মালিক শহীদুল ইসলামকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available