ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৬ টন অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ ও দুইজনকে আটক করেছে পুলিশ। ১৯ অক্টোবর বৃহস্পতিবার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার একটি ইটের ভাটা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, ট্রাকের চালক উজ্জল হোসেন ও চালকের সহকারী শাওন।
পুলিশ জানায়, ঢাকা থেকে একটি ট্রাকে করে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য ৬ টন অবৈধ পলিথিন নিয়ে আসা হয়। পলিথিন বোঝাই ট্রাকটি দপদপিয়ার তিমিরকাঠি এলাকায় একটি ইটের ভাটায় অবস্থান নেয়। খবর পেয়ে নলছড়ি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পলিথিনসহ ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকের চালক উজ্জল হোসেন ও চালকের সহকারি শাওনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অবৈধ পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই আদেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available