সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে থামছে না অবৈধ ভেকু দিয়ে মাটিকাটা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন।
২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রভাবশালীরা উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল, পদ্মার চর ও পুকুর-নালা থেকে প্রতিনিয়ত মাটি কাটছে ও বালু উত্তোলন করে চলছে।
স্থানীয়রা বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ হলেও নির্ভয়ে বিরতিহীনভাবে বালু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের কর্মযজ্ঞ। এছাড়াও বিভিন্ন চরে অবৈধভাবে ভেকু দিয়ে কেটে যাচ্ছে মাটি। এভাবে বালু উত্তোলন ও মাটিকাটা চলতে থাকলে নদীর তীর ও কৃষি জমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয়রা আরও বলেন, ড্রেজার ও ভেকুর মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। প্রশাসনও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সবার চোখের সামনে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে, ভেকু দিয়ে মাটি কাটছে এবং সেই মাটি ইট ভাটায় বিক্রি করছে। প্রশাসন দ্রুত মাটিকাটা, বালু উত্তোলন বন্ধ না করলে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available