• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে ছাত্র-জনতার আন্দোলনে অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি

২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৪২:১২

কক্সবাজারে ছাত্র-জনতার আন্দোলনে অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনের শেষে অবশেষে নানা দুর্নীতির অভিযোগ উঠা প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাতকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। ১ সেপ্টেম্বর রোববার উপজেলা কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শুধু তাই নয় এর আগে এই শিক্ষক এর অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও তহবিল নিয়ে কোটি কোটি টাকার অনিয়ম, লাগামহীন হয়ে পড়ায় তাকে প্রত্যাহারে ফুঁসে ওঠা ছাত্রজনতা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

ছাত্র-জনতা জানান, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত পদোন্নতি পাওয়ার পর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার অপব্যবহার করে আসছেন। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল করিমকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বানিয়ে ব্যাপক আর্থিক অনিয়ম শুরু করেন প্রধান শিক্ষক।

ব্যবসায়ীরা জানান, ঈদগাঁও বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত স্কুল মার্কেটের ৩০টি দোকান ভাড়া দেয়ার ক্ষেত্রে সেলামী চুক্তির বাইরে কোটি টাকারও বেশি হাতিয়ে নেন সভাপতি ও প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক আবদুল খালেক জানান, বহিরাগত সন্ত্রাসী, পতিত সরকারের আরো কতিপয় নেতা ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চলতে থাকেন বছরের পর বছর। এনিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ হলেও সভাপতি ও ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে বারবার এসব ধামাচাপা দেন।

স্কুলের অপর শিক্ষক আশিকুর রহমান জানান, এক পর্যায়ে প্রধান শিক্ষক ও সভাপতি মিলে গড়ে তুলেন নিজস্ব লাঠিয়াল বাহিনী। যাদের দিয়ে বিভিন্ন সময় প্রতিবাদী শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের উপর হামলা, হুমকি, নাজেহাল ও হেনস্থার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত এক সংবাদ সম্মেলন দাবি করেন, ছাত্ররা ২৮টি দাবি দিয়েছিলো। আমি সব দাবি মেনে নিয়ে তাদের কাজ থেকে কয়েক দিন সময় চেয়েছিলাম। তাঁরাও আমার কথা মেনে সন্তুষ্ট হয়ে চলে যায়। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় কিছু কুচক্রী মহলের ইন্ধনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে তাঁরা ব নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে প্রত্যাহার করায়। স্কুলের শিক্ষার মান বজায় রাখতে সকল ষড়যন্ত্র রুখে দিতে অভিভাবক ও সকলের সহযোগিতা কামনা করছি।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত স্কুলের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩