• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫০:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫০:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু

২৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৪:০৪

লক্ষ্মীপুরে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মাদাম ব্রিজ এলাকায় রহমতখালী খাল পরিষ্কারের মাধ্যমে এ অভিযান উদ্বোধন করা হয়। পৌরসভা এলাকার ১৩টি স্থানে এ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া একযোগে রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভাতেও খাল পরিষ্কার অভিযান চলছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পৌরসভার সচিব আলাউদ্দিন প্রমুখ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, যতই প্রতিকূলতা থাকুক, সকলের সমন্বয়ে লক্ষ্মীপুরে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। বন্যা পরিস্থিতি, বন্যার দীর্ঘ সূত্রিতা কিংবা জলাবদ্ধতা, দীর্ঘদিন ধরে বন্যার পানি থাকার বড় কারণ হচ্ছে পানি প্রবাহে বাধায় বিভিন্নভাবে প্রতিকূলতা সৃষ্টি করা।

প্রাকৃতিক প্রতিকূলতা, মানবসৃষ্ট প্রতিকূলতাসহ অসৎ উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমরা সমস্ত প্রতিকূলতা পরিষ্কার করতে চাই। আজকে হয়ত একটি জলাশয় পরিষ্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করছি- লক্ষ্মীপুরকে জঞ্জাল মুক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে একসঙ্গে করবো বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩