কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পাহাড় খেকোদের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে পাহাড় কেটে সমতল করছে পাহাড় খেকোরা এমন সংবাদ পেয়ে ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযান শেষে তার ফেইসবুক ওয়ালে সতর্কবার্তা দেন এ কর্মকর্তা।
এর আগে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি, যার কারণে প্রতিনিয়তে পাহাড় কেটে সাভার করে পরিবেশের ক্ষতি করছেন বলে জানান এলাকাবাসী।
শনিবার কক্সবাজার বাস টার্মিনালের কাছে কাটাপাহাড় এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালায় কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জমিরউদ্দিন, জেলা প্রশাসন কক্সবাজারের আর ডি সি মোহাম্মদ আবুল হাসনাত খান, কক্সবাজার সদর মডেল থানার এস আই জহিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পাহাড় কর্তনকারীরা খবর পেয়ে আগেই পালিয়ে যায়। এসময় পাহাড় কাটার শাবল, কোদাল, পানির পাইপ জব্দ করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।
তিনি বলেন পাহাড় খেকোদের কোনো ছাড় নেই, সে যত ক্ষমতাধরই হোক না কেন। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী মামলা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available