• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৪৫:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৪৫:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১৪:২৮

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও একাধিক দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

৫ জানুয়ারি রোববার রাতে উপজেলার ফকিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন গুনবতী ইউনিয়নের কালিয়ার তল (বিষ্ণপুর) এলাকার মো. শাহজাহানের খানের ছেলে।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে সালাউদ্দিন খানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ি থেকে বন্ধুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তবে এ সময় তার একাধিক সহযোগী পালিয়ে যায়।

সেনা কর্মকর্তা মেজর মাহিন জানান, স্থানীয় একটি বাড়িকে টর্চার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ টর্চার সেলে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। দীর্ঘদিন নজরদারির পর রোববার রাতে অভিযান পরিচালনা করে আটক করা হয়। আটক সালাউদ্দিন খানের বিরুদ্ধে গোপনে অস্ত্র রাখার অভিযোগ ছিল। আসামির দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দু’তলা ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বাড়িটি ‘লন্ডনের বাড়ি’ নামে পরিচিত। ওই ভবনটি স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো।সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান বলেন, রাতে সালাউদ্দিন খান নামে একজনকে অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। সালাউদ্দিন খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫১:১৭