চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কাঠগোলা মাঠে জনৈক দাউদ মন্ডলের ৩ বিঘা ফলন্ত পেঁপে গাছ কেটে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে কতিপয় দুর্বৃত্ত। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিন কর্তন করা পেঁপে ক্ষেত পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল, দেলু ও আব্দুল কাদের এবং ওসমান গনির ছেলে ফরহাদ ও রিপনসহ কয়েকজন দুর্বৃত্ত শুক্রবার সকাল ৮টার দিকে সশস্ত্র অবস্থায় ওই পেঁপে ক্ষেতে যেয়ে ক্ষেত মালিক দাউদ মন্ডলের উপস্থিতিতে তার সকল ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
এসময় সেখানে উপস্থিত ক্ষেতের মালিকসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন চাষি বলেন, আমাদের চোখের সামনে মূহূর্তের মধ্যে ৩ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে।
পেঁপে ক্ষেতের মালিক দাউদ মন্ডল জানান, ঘটনার সময় তিনি তার পেঁপে ক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ করে তার গ্রামের উল্লিখিত কয়েকজন দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে এসে তার ৩ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সম্পূর্ণ কেটে তাকে পথে বসিয়েছে। তার কমপক্ষে ২০ লক্ষ টাকার উপরে ক্ষতি করেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শী ইসাহক আলী, বাবলু ও সাঈদ অভিন্ন ভাষায় এ প্রতিবেদককে জানান, তারা হামলাকারীদের করজোড়ে নিষেধ করার পরেও ওরা সম্পূর্ণ জোর করে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। এর বিচার হওয়া উচিত বলে তারা দাবি জানান। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দাউদ মন্ডল দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দর্শনা থানার এসআই ফাহিম ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেত পরিদর্শন করেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, কারও গাছ, ফসল কেটে ক্ষতি সাধন করাটা অন্যায়। একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত পেঁপে চাষিকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available