জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চলা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক মোড়ক দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠনের রাজনীতিতে যুক্ত কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ২০ নভেম্বর বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা এই দাবি করেন।
শিক্ষার্থীদের দাবি, ‘সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ছাড়াই কেবল নির্দিষ্ট মতাদর্শের শিক্ষার্থীরা তাদের মতো সংবাদ সম্মেলন করেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের দাবি উপেক্ষিত হয়েছে।’
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. বখতিয়ার বলেন, আমাদের বোন রাচির মৃত্যু হয়েছে সেটাকে আমরা দুর্ঘটনা বলবো না বরং খুন বলবো। তার বিচারের দাবিতে আমরা যে প্রেস কনফারেন্স করেছিলাম সেখানে আমাদের দাবি দাওয়া তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু সেখনে সাধারণ শিক্ষার্থীদের বাইরেও কিছু বামপন্থি শিক্ষার্থীদের আধিপত্যের কারণে আমদের দাবি উপেক্ষিত হয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীরা নিজেদের মত প্রকাশ করতে পারেনি।
পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মো. জাবির মাহমুদ বলেন, আমাদের বোন মারা যাওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা গতকাল থেকেই রাস্তায় আছি। কিন্তু এখানে কিছু নির্দিষ্ট মতাদর্শের শিক্ষার্থীরা আমাদের কথাকে উপেক্ষা করেছে এবং আমাদের সাথে আলোচনা ছাড়াই নিজেদের মতো করে সংবাদ সম্মেলন করেছে। এতে আমাদের দাবি উপেক্ষিত হয়েছে।
অভিযোগের বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদ্রিতা রয় বলেন, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে সমাধান করে নিয়েছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available