নারায়ণগঞ্জ প্রতিনিধি: শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে অবাস্তব ও অযৌক্তিক জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় শিল্পখাতকে রক্ষায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
১৯ এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এসময় দিপু ভূঁইয়া বলেন, শিল্পখাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন-পেট্রোবাংলাসহ ৬টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে নিচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবাস্তব। এ সিদ্ধান্ত আমাদের শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে। আমরা জানি গ্যাস আমাদের খনিজ সম্পদ, এছাড়া শিল্পখাতের জন্য এলএনজিও আমদানি করতে হয়। আমাদের খনিজ গ্যাস এবং আমদানিকৃত গ্যাসের দাম সমন্বয় করলে সিষ্টেম লসের পরও প্রতি ঘনমিটার দর আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মতো মূল্য হতে পারে। এনার্জি রেগুলেটরি কমিশন বর্তমানেই ৩০ টাকা হারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নিচ্ছে। এ দাম বৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপক পরিমাণে বাড়বে, অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। এ সিদ্ধান্তে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গুলো নতুন সংকটে পড়বে এবং নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনে অনুৎসাহী করবে। বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোন প্রয়োজন আমরা মনে করছি না।
দিপু ভূঁইয়া বলেন, আমদানিকৃত এলএনজি গ্যাসের বিবেচনা করে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে তবে সেটা অবশ্যই যৌক্তিক হওয়া চাই এবং আন্তর্জাতিক বাজারে দর কমানোর সাথে সাথে আমাদের দেশেও সেটা সমন্বয় করতে হবে।
এনার্জি রেগুলেটরি কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি করলেন, একটা প্রতিষ্ঠান ৩৩ শতাংশ কি লাভ করে? তাহলে ৩৩ শতাংশ অতিরিক্ত বিল কী করে শিল্প প্রতিষ্ঠান প্রদান করবে? তাছাড়া এ বৃদ্ধির ফলে শিল্প খাতে অন্যান্য কাঁচামাল সহ আরো অনেক কিছুর দাম স্বয়ংক্রিয় ভাবেই বৃদ্ধি হয়ে যাবে, তাহলে অবশেষে কি দাঁড়াবে? শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল দিতে পারবে না, আপনারা এসে লাইন কেটে দিবেন এবং শিল্প কারখানা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, কোনো ভাবেই যেন গ্যাসের দাম বৃদ্ধি করা না হয়। তবে আমদানিকৃত গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য যৌক্তিক ভাবে কিছুটা মূল্য বাড়ালেও আন্তর্জাতিক বাজারে মূল্য কমানোর সাথে সাথে তা সমন্বয় করার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available