• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩২:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩২:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা অর্থদণ্ড

৬ মার্চ ২০২৪ দুপুর ০১:১০:২০

নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা অর্থদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। পরে অবৈধভাবে এসব ইটভাটা পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এসব ইটভাটা মালিকের ১০ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

৫ মার্চ মঙ্গলবার দিনব্যাপী সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ওই সকল ইটভাটা মালিকের অর্থদণ্ড করা হয়। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদফতর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব এ অর্থদণ্ড প্রদান করেন । ৬ মার্চ বুধবার সকালে অবৈধ ইটভাটায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া।

সহকারী পরিচালক বলেন, নওগাঁ সদর ও মান্দা উপজেলায় একাধিক ইটভাটা দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদফতর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে দুই লক্ষ ও মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে এক লক্ষ, মেসার্স সীমানা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স শাপলা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স মান্দা ব্রিকসকে এক লক্ষ টাকাসহ সর্বমোট দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে পরিমাণ টাকা আদায় করা হয়েছে।

মলিন মিয়া আরও বলেন, মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদফতর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩