• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৬:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৬:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে আত্মসাৎ-প্রতারণার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

২৩ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১৯:৫৩

রাঙামাটিতে আত্মসাৎ-প্রতারণার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: জায়গা-জমি বিক্রিসহ নানান ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে আবু আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

২২ এপ্রিল সোমবার দুপুরে থানার এএসআই সালাউদ্দিনের ওয়ারেন্টমুলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪২০/৪০৬ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। কোতয়ালী থানার এস আই রূপক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলার বাদি নবী হোসেন জানিয়েছেন, আবু আলম নামের এই ব্যক্তি আমাকে তার জায়গা বন্দক দেওয়ার নামে আমার সাথে প্রতারণা করে আমার কয়েক লাখ টাকা আত্মসাৎ করে আমার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকসহ লিগ্যাল এইডের মাধ্যমে বৈঠক করেও কোনো সুরাহা পাইনি। অবশেষে আমি বাধ্য হয়েই আদালতে সিআর মামলা দায়ের করেছি।

নবী আরও জানান, আমার সাথে ছাড়াও এই আবু আলম রাঙামাটি শহরের তবলছড়ির আরও একাধিক ব্যক্তির সাথে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড করেছেন এবং বিভিন্ন মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, নবী হোসেনের আইনজীবী কাজী মঈনুল হোসেন জানিয়েছেন, আবু আলমের বিরুদ্ধে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও আত্মসাতের মামলা দায়ের করায় তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। ইতিমধ্যেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আদেশও দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত আবু আলমকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩