• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরুড়ায় সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

১৩ জুন ২০২৪ দুপুর ০২:০৮:৫৬

বরুড়ায় সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষকের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।

১৩ জুন বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ করেন তারা। এখানে বক্তব্য রাখেন স্কুলের সাবেক ছাত্র ও অভিভাবক আ. জলিল, জাকারিয়া ভূঁইয়া, জহিরুল ইসলাম পিন্টু, আবুল বাশার, রুবেল আহম্মদ প্রমুখ।

বিদ্যালয়ের সভাপতি ভাশুর ও প্রধান শিক্ষক ছোট ভাইয়ের বউ পার্সেন্টেজে স্কুলের টাকা ভাগাভাগি করে নেন। শিক্ষার্থী-অভিভাবকদের না জানিয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনের আয়োজনসহ বিনা রশিদে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে।

স্থানীয়রা বলছেন, সভাপতি ভাসুর ও ভাবি প্রধান শিক্ষক হওয়ার কারণে যোগসাজশে এসব কাজ করেন তারা। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা।

বরুড়া বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হাজী কবির হোসন ও প্রফেসর সোলাইমান মজুমদার বলেন,তারা যোগসাজশে স্কুলের টাকা লুটে নিচ্ছে। আমাদের স্কুলের ঐতিহ্য আছে। সরকারি নিয়ম ঠিকভাবে মানা হয় না।

অভিযোগের বিষয়ে বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. শাহিনা আক্তার বলেন, ভোটার তালিকা প্রস্তুতে ভুল ছিলো। এ জন্য নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি এটা সঠিক। পার্সেন্টেজে স্কুলের অর্থ আত্মসাৎ এ কথাটি প্রথম শুনলাম। তারা ক্ষমতার কারণে মিথ্যা প্রচার করছে।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, স্কুল সভাপতি ও প্রধান শিক্ষক অনেক তথ্য গোপন করেছেন ম্যানেজিং কমিটি নির্বাচনে। এ বিষয়ে লিখিত ভাবে বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড এক মাসের মধ্যে নির্বাচন করতে বলেছে। সেটিও করতে পারেনি। স্কুলের অর্থ আত্মসাতের বিষয়ে লিখিত দু'টি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। আমরা দ্রুত প্রতিবেদন প্রকাশ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩