মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ১টি ওয়ান শুটারগানসহ ৩জনকে আটক করেছে র্যাব।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির আঙিনা থেকে আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ৩ জনকে আটক করে র্যাব।
আটকরা হলেন, উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), একই গ্রামের আলী হাসেনের ছেলে জিনারুল ইসলাম (২৫) ও মৃত হেলাল উদ্দীনের ছেলে শামীম আজাদ ওরফে বাবুলকে (৩৮) আটক করা হয়।।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির আঙ্গিনায় স্থাপনকৃত ছাগল ঘরের নিকটে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে র্যাব। শক্রতাবশত ফাঁসানোর জন্য বাড়ির মালিক রতন আলীর ছাগলের ঘরের দক্ষিণ পশ্চিম কোনে মাটির নিচে শুটারগানটি পুঁতে রেখেছিল তথ্যদাতা। এ ঘটনায় তথ্যদাতাকে আটক করা হয়। পরে তার সাথে জড়িত আরো ২জনকে আটক করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে, আটককৃত তরিকুল ইসলামের সাথে বাড়ির মালিক রতন আলীর পূর্ব থেকে বিরোধ চলছিল। এবং তাদের বিরোধের কারণে মামলাও চলমান। এমন সূত্র ধরে পরস্পর যোগসাজশে উদ্ধারকৃত অস্ত্র রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে মাটির নিচে পুঁতে রেখেছিল আটককৃত ৩জন। আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available