• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৯:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৯:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

১৫ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৮:৫২

কুমিল্লায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ১৫ জুলাই সোমবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে তৌফিকুল ইসলাম সবুজ নামে একজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা। এরপর একটি ব্যাটারি চালিত অটোরিকশা উঠে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ১৪ জুলাই ভুক্তভোগী সবুজ কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযানে নামেন। পরে ১৫ জুলাই সোমবার মধ্যে রাতে নগরীর মুরাদপুর থেকে মো. রকি (১৯) ও পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে আল মোকাদ্দিম রিয়াজ (২৫) নামের ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছেনি জব্দ করা হয়। এছাড়া ছিনতাইকৃত চার হাজার ৫০০ টাকা টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার রকি নগরীর রানীর দক্ষিণ চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকাদ্দিম রিয়াজ নগরীর রানীর বাজারের নোনাবাদ কলোনি এলাকার সৈয়দ আহম্মদ খোকনের ছেলে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গ্রেফতারদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে। তাঁরা দীর্ঘদিন ধরে শহর ও আশপাশ এলাকায় ছিনতাই করে আসছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান রাফি, কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনসহ অন্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩