জয়পুরহাট প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ লগ্নে জয়পুরহাট সদর থানায় দুস্কৃতকারীদের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানায় রক্ষিত লুট হয়ে যাওয়া সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে জয়পুরহাট জেলা পুলিশ।
জনগণকে উদ্বুদ্ধ করে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে জেলার সকল থানা এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে ডিআইও-১ মো. কাওসার আলী ও সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির তার থানার অফিসার-ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট পরিত্যাক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি উদ্ধার করে।
জয়পুরহাট ডিএসবি এস আই মো. মাহবুবুর রহমান সেখানে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ১টি পিস্তল, ৮ রাউন্ড ৭.৬২ মি.মি চায়না পিস্তলের গুলি, ২৯ রাউন্ড ৯ মি.মি পিস্তলের গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি অস্ত্রের কভার উদ্ধার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available