• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩১:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩১:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এপিবিএন’র ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ ফিরিয়ে দিল বিজিবি

২১ আগস্ট ২০২৪ সকাল ১১:৩৮:৩৯

এপিবিএন’র ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ ফিরিয়ে দিল বিজিবি

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা আতংকিত হয়ে গত ৭ আগস্ট তাদের সকল অস্ত্র, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য ব্যবহার্য সরকারি দ্রব্যাদি ক্যাম্পে রেখে সিভিল পোশাকে ক্যাম্প ত্যাগ করেন।

খবরটি বিজিবি জোনে পৌঁছালে তৎক্ষণাৎ রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম ও অর্ধশতাধিক  বিজিবি সদস্য অস্ত্র, গোলাবারুদ ও সরকারি সম্পত্তির নিরাপত্তার জন্য উক্ত পুলিশ ক্যাম্পে পৌঁছান। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি আগ্নেয়াস্ত্র, ৫ হাজার ৫৪৯ রাউন্ড তাজা গুলিসহ অন্যান্য সরকারি দ্রব্যাদি বিজিবির হেফাজতে নিয়ে আসা হয়।

পরিস্থিতি স্বাভাবিক হবার পর পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট ১ম ধাপে ১৬টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৪৪০ রাউন্ড তাজা গুলি কাঠালতলী এপিবিএন পুলিশ ক্যাম্পের কমান্ডার এসআই আব্দুল্লাহ আল কাফির নিকট বুঝিয়ে দেওয়া হয়। বাকি অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপদকালীন সময়ে অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা প্রদানের জন্য মহালছড়ি, খাগড়াছড়ির ৬ এপিবিএন’র অধিনায়ক বিজিবি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

রাজনগর বিজিবি জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩