• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২২:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড পেলো ৫০টি উদ্যোগ

৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:২৫:৪০

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড পেলো ৫০টি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে দেশের রিটেইল শিল্পের ৫০টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। এই বছর ৩১টি বিভাগে সম্মাননাটি প্রদান করা হয়। ৩৩টি উদ্যোগকে বিজয়ী এবং ১৭টি উদ্যোগকে অনারেবল মেনশন সম্মাননায় ভূষিত করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪-এর  দ্বিতীয় আসর।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘রিটেইল খাত বর্তমানে এক নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে। রিটেইলের ভবিষ্যৎ কেবলমাত্র ডিজিটাল নয়। আগের যেকোনো সময়ের চেয়ে বেশি টেকসই এবং উদ্দেশ্য-নির্ভর ব্যবসার চাহিদা আমাদের কাজের ধারা পরিবর্তন করছে। আজ যে পুরস্কারগুলো প্রদান করা হবে, তা সেইসব উদ্যোগকে সম্মানিত করবে যারা এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে এবং উদ্ভাবনকে সাফল্যের চাবিকাঠি হিসেবে গ্রহণ করেছে।’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪ বিভিন্ন খাত থেকে ব্যাপক সাড়া পেয়েছে এবং ৫০০ জনেরও অধিক অতিথির উপস্থিতিতে বিভিন্ন ব্র্যান্ডের প্রশংসনীয় উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়েছে।

এই বছর সম্মাননাটির জন্য ৫৭টি প্রতিষ্ঠান থেকে ৩৪৯টি মনোনয়ন জমা পড়ে। বিজয়ীদের নির্বাচন করা হয় একটি কঠোর, বহু-স্তরের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। জুরিতে বিভিন্ন খাতের ২২ জন বিশিষ্ট বিশেষজ্ঞ ছিলেন, যারা একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে শ্রেষ্ঠ উদ্যোগগুলিকে স্বীকৃতি দিয়েছেন।

বাংলাদেশ রিটেইল কংগ্রেসের এবারের আসরে ইনোভেশন ইন লাস্ট মাইল ডিস্ট্রিবিউশনে বিজয়ী হয়েছেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড। গ্রামীণ ডানোনের পক্ষ থেকে বিজয়ীর পুরস্কার সংগ্রহ করেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা।

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের পূর্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪ এর ৭ম সংস্করণ । এবারের কংগ্রেসের থিম ছিল ‘রিটেইল রেনেসাঁ: ইনস্পায়ারিং ইনোভেশন।’

কংগ্রেসের আলোচনায় ছিল ৩টি কি নোট সেশন, ২টি প্যানেল ডিসকাশন, ১টি লিডার’স ডায়ালগ, ১টি ইনসাইট সেশন, ১টি কেস স্টাডি এবং ১টি ফাউন্ডার’স টক । এতে অংশ নিয়েছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যারা ব্যবসায় উদ্ভাবন এবং গ্রাহকদের অভিজ্ঞতা পরিবর্তন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন।  

আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় এসিআই লজিস্টিকস লিমিটেডের বিজনেস ডিরেক্টর, সোহেল তানভীর খান বলেন,  “আমরা বর্তমানে রিটেইল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি। গত কয়েক বছরে, আমরা ভোক্তাদের কেনাকাটার ধরণ, তাদের মূল্যবোধের অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করেছি। বর্তমান বিশ্বে রিটেইল বিক্রয় শুধুমাত্র পণ্য বিক্রয়ের মাঝে সীমাবদ্ধ নেই । এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করা, সংযোগ স্থাপন করা এবং ক্রেতাদের পরিবর্তিত প্রত্যাশার সাথে খাপ খাওয়াবার একটি পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা ‘রিটেইল রেনেসাঁ: ইনোভেটিং ইনোভেশন’ থিমের অধীনে একত্রিত হয়েছি। আমাদের অবশ্যই বুঝতে হবে যে উদ্ভাবন এবং স্থায়িত্বই ভবিষ্যতের রিটেইল জগতের ভিত্তি।”

কী নোট সেশনে বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, এবং ওয়াটারহাউস ওয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান এফ. ওয়েড। তারা আলোচনা করেন কীভাবে ব্যবসায়ীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল/অগমেন্টেড রিয়ালিটি (AR/VR) এবং মাল্টিচ্যানেল কৌশল ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে পারেন।

এছাড়াও আয়োজনটির অন্যান্য সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক, ড. সৈয়দ ফারহাত আনোয়ার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ও প্রাইড গ্রুপের পরিচালক, মোহাম্মদ আবদুল মোমেন; প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী; আশরাফ বিন তাজ, জেনারেল সেক্রেটারি, এশিয়া মার্কেটিং ফেডারেশন; কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ পিএলসি; আহমদ ফেরদৌস মো. আসিফ, সিইও, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড; রেজাউল কবির, চিফ অপারেটিং অফিসার, সেইলর; সামি আশরাফ, ডিরেক্টর, হোম এন্ড পার্সোনাল কেয়ার, রিমার্ক এইচবি লিমিটেড; শামীম কবির, ম্যানেজিং ডিরেক্টর, স্টেপ ফুটওয়্যার এবং জারাইফ হোসেন, হেড অব স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সকম গ্রুপ; সুরাইয়া সিদ্দিকা, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; শাহরিয়ার জামান,  হেড অব  মার্কেটিং, আকিজবশির গ্রুপ; জাকিয়া নওরিন হুসাইন, এমার্জিং বিজনেস লিড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অব মার্কেটিং, ডোমিনো'স পিৎজা বাংলাদেশ এবং অন্যান্যরা।

আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল মিনিসো বাংলাদেশের ওপর একটি কেইস স্টাডি, যা উপস্থাপন করেন মিনিসো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জেসন ইয়ান। তাঁর সেশনে তিনি দেখান কীভাবে ব্র্যান্ডটি বাংলাদেশি ভোক্তাদের জন্য একটি অনন্য কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করেছে।

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলামের ফাউন্ডার’স টক সেশনের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়। তিনি একটি রিটেইল ব্র্যান্ড হিসেবে লোটোর যাত্রাকে তুলে ধরেন।

বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪-এর এই আয়োজন সকলের কাছে একটি সফল উদ্যোগ হিসেবে গৃহীত হয়েছে। অংশগ্রহণকারীরা উদ্ভাবনী এবং সময়োপযোগী কৌশল সম্পর্কে ধারণা নিয়ে সম্মেলন থেকে বিদায় নেন, যা তাঁদের ব্যবসায়িক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

বাংলাদেশ রিটেইল কংগ্রেস ও অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত হয় স্বপ্নের পরিবেশনায়। পৃষ্ঠপোষকতায় ছিল সিঙ্গার, বেকো (সিঙ্গার বাংলাদেশ লিমিটেড); কনকা এবং গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড)। সহযোগিতায় ছিল মিনিসো এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি। নলেজ পার্টনার—বাংলাদেশ মার্কেটিং সোসাইটি; টেকনোলজি পার্টনার—আমারা টেকনোলজিস লিমিটেড; এবং পিআর পার্টনার—ব্যাকপেজ । বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে আয়োজন দুটি অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩