• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৩২:৫৪ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৩২:৫৪ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

৩০০ আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

২৫ নভেম্বর ২০২৩ সকাল ১১:০৪:৫৮

৩০০ আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচনপূর্ব অনিয়মের বিষয় নিষ্পত্তি করতে ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে ২৩ নভেম্বর বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান মতে, বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে মোট ৩০০টি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

কমিটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধি ও ভীতি, বাধা, দমন বা মিথ্যা তথ্য প্রকাশসহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বাধাগ্রস্ত করে এমন বিষয়গুলো অনুসন্ধানসহ সুপারিশ করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাতে হবে। অনুসন্ধান কমিটির দায়িত্ব পালন সংক্রান্ত জ্বালানি ও আপ্যায়ন ব্যয়সহ বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। অনুসন্ধান কার্য পরিচালনার ব্যাপারে কমিটির চাহিদা অনুসারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা দেবেন।
 
এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধান কমিটির কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং প্রজ্ঞাপন জারির তারিখ হতে ওই কর্মকর্তারা নিজ দফতর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

এছাড়া দায়িত্ব পালনকালে নির্বাচন পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধান করে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ওই অনুসন্ধান প্রতিবেদন সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর প্রেরণ করবেন এবং ওই প্রতিবেদন পিডিএফ ফরমেটে অত্র সচিবালয়ের আইন অনুবিভাগের উপসচিব ও সিনিয়র/সহকারী সচিবের ইন্টারনাল একাউন্টে প্রেরণ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ
২০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৫৯:৪৭


ভোলায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫
২০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৪১:২৭

গাংনীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
২০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৩৬:১৬


রিভো নিয়ে এলো ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩৭:৫১

সুনামঞ্জের সীমান্তে মহিষ ও মাছের চালান জব্দ
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৫:৫৫

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০৮:১৬

৪ জেল সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৫১

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০২:৫৯