• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে কার্তিক ১৪৩১ দুপুর ০২:৩৪:৪৪ (10-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৬শে কার্তিক ১৪৩১ দুপুর ০২:৩৪:৪৪ (10-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গবির আইন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক পারভেজ

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৩২:৫৬

গবির আইন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক পারভেজ

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. পারভেজ আহমেদ। তিনি সদ্যবিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলামের (সাবেক জেলা ও দায়রা জজ) স্থলাভিষিক্ত হলেন।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়, তিনি ২০২৩ সালের ২৫ নভেম্বর এ বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তাকে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

গণ বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এবং গণমানুষের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের এ দায়িত্ব অনেক আনন্দের এবং একইসঙ্গে চ্যালেঞ্জের বলে মন্তব্য করেন তিনি।

তিনি তাঁর কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে উন্নত পাঠদান পদ্ধতি, প্রয়োজন সাপেক্ষে পাঠ্যক্রমের পরিবর্তন, নিয়মিত কোর্ট ভিজিটিং, মুট কোর্ট প্র্যাকটিসের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে নিয়মিত সেমিনার ও ডিবেটে জোর দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে তার দায়িত্ব গ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তাদের আশা, গবেষণামূলক জ্ঞান এবং বিভাগের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন নতুন সভাপতি।

অধ্যাপক পারভেজ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া ইংল্যান্ড, হল্যান্ড থেকেও উচ্চতর ডিগ্রী লাভ করেন। বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে তিনি মহাকাশ আইনে কাজ করেছেন। গণ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমারখালীতে ইউপি সদস্যসহ ৩ জন গ্রেফতার
১০ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫০:২৮

অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন
১০ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:১৪