• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:২৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:২৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

আন্তর্জাতিক আদালতে ছাত্র-জনতার ‘গণহত্যার’ বিচার হবে: আসিফ নজরুল

১৪ আগস্ট ২০২৪ দুপুর ১২:২১:০০

আন্তর্জাতিক আদালতে ছাত্র-জনতার ‘গণহত্যার’ বিচার হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া সাবেক সরকারপ্রধানসহ ‘জুলাই হত্যাকাণ্ডে’ যাদের নাম আসবে, তাদের সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

১৪ আগস্ট বুধবার সচিবালয়ে প্রেস কনফারেন্সে এ কথা জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে।

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের জন্য পৃথিবীর যে দেশ থেকে বিশেষজ্ঞ আসতে চায় তাদেরকে আসার সুযোগ দেওয়া হবে। জুলাই এর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হবে। এ ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা নেওয়া হবে।

আইন উপদেষ্টা বলেন, যাদের আদেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের মধ্যে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিল তাদেরও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে।

তিনি আরও বলেন, গণ আন্দোলনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু পুলিশ মাঠে না থাকায় সেটা হয়নি।

উপদেষ্টা বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিসে সব নিয়োগ দলীয় ভিত্তিতে হয়েছে। সেগুলো ঠিক করার চেষ্টা চলছে। সব বিচার বিভাগের কর্মকর্তার দেশে-বিদেশে সব সম্পদের হিসাব আগামী ১০ কর্ম দিবসের মধ্যে দিতে হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ