• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোটারদের নিরাপত্তা দেবে পুলিশ: ডিআইজি বাতেন

৬ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫৮:৪৮

ভোটারদের নিরাপত্তা দেবে পুলিশ: ডিআইজি বাতেন

রংপুর ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে-নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, সেজন্য সততা, নিষ্ঠা ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন। তিনি বলেছেন, ভোটাররা বাড়ি থেকে কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করবেন এবং ভোট প্রদান শেষে বাড়িতে ফিরবেন শান্তিপূর্ণ পরিবেশে। ভোটারদের বাড়ি, কেন্দ্র ও রাস্তায় কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করার সক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ বাহিনী সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।

৫ জানুয়ারি শুক্রবার বিকেলে সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় ডিআইজি রংপুর পুলিশ লাইন্স মাঠে জেলার ছয়টি নির্বাচনী আসনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেন।

ডিআইজি আব্দুল বাতেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে। এ সময় পুলিশ সদস্যদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে ধৈর্য্য ধারণের আহ্বান জানান তিনি।  

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা (সাংবাদিক) নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন। সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন থেকেও একটা নীতিমালা রয়েছে। সকল সাংবাদিকের এই নীতিমালা জেনে রাখা উচিত। ভোটের দিন কোথাও যেন সাংবাদিকদের সাথে পুলিশের কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য তিনি সবাইকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

ডিআইজি আরও বলেন, সাংবাদিকদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করবেন না। আপনাদের চোখে যদি মনে হয় সাংবাদিকরা নীতিমালার বাইরে কিছু করছেন, তাহলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা প্রিজাইডিং অফিসারকে জানাবেন। প্রিজাইডিং অফিসার বিষয়টি দেখবেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ৮৫৮টি কেন্দ্র রয়েছে। রংপুর জেলার অধীনে রয়েছে ৬৫৯টি এবং মেট্রোপলিটন এলাকায় ১৯৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে রংপুর জেলার ৬৫৯টি কেন্দ্রের মধ্যে ৩১৯টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সাথে অতিরিক্ত টহল টিম থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩