• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৬:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৬:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে আইসিইউ উদ্বোধন ও এমবিবিএস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৬ জুন ২০২৪ সকাল ১০:০৩:০৫

ফরিদপুরে আইসিইউ উদ্বোধন ও এমবিবিএস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটে ৮ শয্যার আইসিইউ’র উদ্বোধন করা হয়েছে।

৫ জুন বুধবার দুপুরে এমবিবিএস কোর্সের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষ্যে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার লেকচার হলে এর আয়োজন করা হয়। ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন আলোচনা সভার সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ. কে. আজাদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন ও ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি শহিদুল হাসান, শেখ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, যুগ্ম সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, খন্দকার মফিজুর রহমান জামাল, আহমেদ কামাল, চিত্তরঞ্জন ঘোষ, আতিয়ার রহমান কাজী গোলাম মহিউদ্দিন, আসমা বারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া ও হাসপাতালের পরিচালক ডাক্তার মো. মোসলেম উদ্দিন। এছাড়া, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপকসহ এমবিবিএস ১৫তম ব্যাচের নবাগত ছাত্রছাত্রীবৃন্দ ও তাদের অভিভাবকগণ।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে ফরিদপুর ডায়াবেটিক সমিতির আওতায় পরিচালিত ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটের (হার্ট  ফাউন্ডেশন) তৃতীয় তলায় ৮ শয্যা বিশিষ্ট আই সি ইউ’এর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক  মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহকারী পরিচালক মো. মজিবুর রহমানসহ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করা উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা জানান, আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আরও একধাপ এগিয়ে গেল এবং ফরিদপুর ও এর আশেপাশের জনগণের সুলভ মূল্যে উন্নত আইসিইউ সেবা পাবার দ্বার উন্মোচিত হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ