নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগের বাউনিয়ায় গত শনিবার বিএনপি নেতা হাজী মোস্তফা জামানের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে মঞ্চে বিএনপির মোস্তফা জামান, সালাউদ্দিন আহমেদ খোকা, হাজী জহির, আজাহারুল ইসলাম আজাসহ কয়েকজন নেতা উপস্থিত থাকলেও অনেকেই আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সভায় দর্শক সারিতে প্রায় দুই-তিনশত লোকের মধ্যে অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলেও জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, যেসব নেতা বা শ্রোতা মিটিংয়ে উপস্থিত ছিলেন, তাদের অধিকাংশই তিন মাস আগেও আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের পক্ষে মিটিং মিছিলে বেশ সক্রিয় ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর পর তারা এখন বিএনপি নেতার মিটিংয়ে অংশ নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় অনেক বিএনপি নেতাকর্মীর।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক পদধারী নেতা বলেন, গতকাল হাজী মোস্তফা জামান যে প্রতিবাদ সভাটি করেছেন, সেখানে উপস্থিত অনেকেই দুই মাস আগেও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তারা এখন ভোল পাল্টিয়ে বিএনপির মিটিংয়ে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় এ নেতা আরও বলেন, রাজধানী তুরাগের বাউনিয়া এলাকাটি ফ্যাসিবাদ সরকারের সাবেক এমপি ও উত্তরার ছাত্র-জনতা হত্যার মূল নায়ক হাবিব হাসানের নিজ গ্রাম এবং তার নানাবাড়ি এলাকা হওয়ায় সেখানে বিএনপির তেমন কোন কার্যক্রম গত ১৮ বছরে পরিচালনা করা যায়নি। সামান্য কিছু এলাকার বাসিন্দা যারা বিএনপি মনা ছিলেন। তারাও আওয়ামী লীগের সাথে মিলে মিশে একাকার ছিলেন। মিটিংয়ের পর দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র।
প্রতিবাদ মঞ্চের মূল মঞ্চে বসা ছিলেন আওয়ামী লীগের বেশ কয়েকজন পদধারী নেতা। তাদের অন্যতম হচ্ছে, সোহেল রানা আওয়ামী যুবলীগ নেতা, সানাউল্লাহ আওয়ামী যুবলীগ, ইসহাক হাবিব হাসানের ভাগনি জামাই, ইসলাম উদ্দিন কৃষক লীগ তুরাগ থানার ধর্ম বিষয়ক সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগের প্রভাশালী নেতা সেলিম মাদবর, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতা হাজী আব্দুল্লাহ ও আশরাফ খান। তারা সবাই হাবিব হাসানের আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষী।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. সেলিম মিয়া, মো. লাবু মিয়া, আতাউর রহমান আতা। আরও উপস্থিত বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া আবু তাহের আবুল খানসহ অনেকেই। এমন ঘটনায় স্থানীয় রাজনীতিবিদদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available