নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিষাণ নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি।
২৯ সেপ্টেম্বর রোববার ঢাকা থেকে নওগাঁ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন রাত ৯টার দিকে শিষাণকে গ্রেফতারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেফতার শিষাণকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগিতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে। তিনি ওই মামলার পলাতক আসামী।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মামলায় সাবেক খাদ্যমন্ত্রী (নওগাঁ-১ আসনের) সাধন চন্দ্র মজুমদার ও (নওগাঁ-২ আসনের) পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলকে আসামী করা হয়।
এছাড়া নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামী করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামি।
১ সেপ্টেম্বর ২০২৪ রোববার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available