• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৬:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৬:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

১২ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩০:১৯

হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

১২ এপ্রিল শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ হয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১২ টার দিকে ঝাউচর মোড়ের টিনশেড বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩