নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখানের কুড়িপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আব্দুল্লাহপুর-মৈনারটেক সড়কের কুড়িপাড়ার হাজী সুপার মার্কেটের সঙ্গের বৈদ্যুতিক খুঁটিতে আজ ২৯ জুন শনিবার ভোর সোয়া ৪টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুছ সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে ওই মার্কেট ও বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন বাড়িটি রক্ষা পায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের লোকজন আগুন বলে চিৎকার করছে। আর যে যেভাবে পারছে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওই সময় ওই পথ দিয়ে একটি বালুবোঝাই ডাম্পট্রাক যাচ্ছিল। সেটি রাস্তায় থামিয়ে উত্তরখান থানা-পুলিশের ড্রাইভার সুজন ও এলাকাবাসী গাড়িতে উঠে বালু ছিটাতে থাকেন। পরে পুলিশের কয়েকটি টিমও ঘটনাস্থলে আসে। এতে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই সময় কুড়িপাড়া এলাকায় ছিলেন আলমগীর নামের একজন গাড়ির মিস্ত্রি। তিনি বলেন, ‘আমরা বসে লুডু খেলছিলাম। তখন দেখি মার্কেটের ওপরের তারে আগুন লাগছে। পরে ৯৯৯-এ ফোন দিয়ে আমরা জানাই। তারপর পুলিশ আসে।’
এদিকে আগুনের খবর পেয়ে উত্তরখান থানার উপপরিদর্শক আব্দুছ সামাদ ও আশরাফুল আলম এবং এএসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে তিনটি টিম ঘটনাস্থলে আসে। তারা রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে বালু-পানি মেরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে উত্তরখান থানার এসআই আব্দুছ সামাদ বলেন, ‘এলাকাবাসী আগুন লাগার খবরটি জানায়। পরে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতায় পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available