• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষকের অপমানে শিক্ষার্থীর শ্রেণিকক্ষে আত্মহত্যা চেষ্টা

২৮ আগস্ট ২০২৪ সকাল ০৮:২৭:৪০

শিক্ষকের অপমানে শিক্ষার্থীর শ্রেণিকক্ষে আত্মহত্যা চেষ্টা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর নেছারাবাদের উত্তরপশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় প্রধান শিক্ষক গ্রিন তালুকদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট মঙ্গলবার সকালে নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালযয়ের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রধান শিক্ষক গ্রিন তালুকদারের পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও ক্লাসে শিক্ষার্থীদের কটাক্ষ করার অভিযোগে মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরেজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার উত্তরপশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সভা হয়। সভায় ওই শিক্ষার্থী অন্যমনস্ক ছিল। একপর্যায়ে সেটি চোখে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রিন তালুকদার ওই শিক্ষার্থী ও তার মা-বাবার ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে প্রধান শিক্ষকের কটাক্ষের মুখে সে সভাকক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষে যায়। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে অভিভাবকদের মধ্য চরম ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীর বোন বলেন, আমার বোনের অপরাধ ছিল সহপাঠীর সঙ্গে একটু কথা বলেছে। এই কারণে ভরা মজলিসে প্রধান শিক্ষক গ্রিন তালুকদার আমার বোনের চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। এমনকি আমার পরিবারকে নিয়েও খারাপ উক্তি করেছেন। আমার ছোট বোন অতি কষ্টে শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি সহপাঠীরা দেখে ডাক চিৎকার দিলে আমার বোনকে উদ্ধার করে।

অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রিন তালুকদার বলেন, ওইদিন দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা চলছিল। এ সময় ওই ছাত্রী দুষ্টুমি করায় তাকে সামান্য একটু বকা দিয়েছিলাম। এতে সে শ্রেণিকক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই ছাত্রীর সাথে দেখা করে তার পরিবারের সামনে ক্ষমাও চেয়েছি। এখনো কেন তারা আন্দোলন করে বুঝতে পারছি না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম জানান, এ ব্যাপারে প্রধান শিক্ষক গ্রিন তালুকদারকে একটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নোটিশের কোন জবাব দেয়নি। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে বিষয়টি শুনেছি। যে শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করেছে এই বিষয়ে তার একটা লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩