• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৬:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৬:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

২৮ জুলাই ২০২৪ বিকাল ০৩:৩৪:৪৫

রাঙামাটিতে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ৬-আনসার ব্যাটালিয়ন ঘাগড়ার উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি জাতের শতাধিক বৃক্ষের চারা রোপন করা হয়েছে। ২৮ জুলাই রোববার সকালে ৬-আনসার ব্যাটালিয়ন ঘাগড়া সদর দফতরে এই চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটিস্থ ঘাগড়া ৬-আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মুন মুন সুলতানা।

উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই।  সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে।  শুধু বৃক্ষরোপন করলে হবে না, তার রক্ষণাবেক্ষণ করতে হবে।  রোপন করা বৃক্ষ রক্ষণাবেক্ষণ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।  

এসময় উপস্থিত ছিলেন শুভলং হাজাছড়া ৭-আনসার ব্যাটালিয়ন পরিচালক সেলিমুজ্জামান, ঘাগড়া ৬-আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজ হোসেন, ঘাগড়া ৬-আনসার ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মো. হুকুম আলীসহ সংশ্লিষ্টরা।

কমর্সূচির শুরুতে বৃক্ষরোপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩