• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিল

১৭ মার্চ ২০২৪ সকাল ০৯:১১:১৭

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ শনিবার (আইআইইউসির) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কাউন্সিল সভার আয়োজন করা হয়। আইআইইউসির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য ড. মো. ফসিউল আলম, বিওটি সদস্য ড. মো. শামসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, বিজ্ঞান অনুষদের ডীন ড. সামিমুল হক চৌধুরী, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যান বৃন্দসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সভায় গত ৪৬তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিগত সেমিস্টারের একাডেমিক রিপোর্ট পেশ করা হয় ও পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফকিরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৯:৫৭







অ্যান্টিগা টেস্ট নিয়ে যা বললেন মিরাজ
২২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:৫৯