মানিকগঞ্জ প্রতিনিধি: ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল বাতেন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তাজ উদ্দিন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, সাধারণ সম্পাদক শফিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে প্রবীণরা নানা সমস্যায় জর্জরিত। তাঁদের জীবনধারণ ও মর্যাদা রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available